SEO করে কত টাকা আয় করা যায়

আপনি কি অনলাইনে SEO এর কাজ করে আপনার ক্যারিয়ার গড়তে চাচ্ছেন? কিভাবে শুরু করবেন বা কোথায় থেকে শুরু করবেন বুঝতে পারছেন না? সঠিক গাইড লাইন এর অভাবে হতাশায় আছেন। অনেক খোঁজাখুঁজি করার পরও সঠিক ফলাফল পাননি।   
SEO করে কত টাকা আয় করা যায়
তাহলে আপনি একদম ঠিকঠাক জায়গায় এসেছে কেননা আজকের এই আর্টিকেলে আলোচনা করতে চলেছি SEO করে কত টাকা আয় করা যায়।

পেজ সূচিপত্রঃ SEO করে কত টাকা আয় করা যায়

এসইও কি (SEO)

বর্তমানে অনলাইনে ইনকাম করার বহুল আলোচিত একটা শব্দ হলো SEO বা SEO করে কত টাকা আয় করা যায় । এসইও এর পূর্ণরূপ হল SEARCH ENGINE OPTIMIZATION। SEO দুই ধরনের হয়ে থাকে। যেমনঃঅন পেজএসইও এবং অফ পেজ এসইও । এসইও এর প্রধান কাজ হচ্ছে ব্লগ বা ওয়েবসাইটকে গুগলের প্রথম পেজে নিয়ে আসা। মনে করুন, আপনার একটা ওয়েবসাইট আছে সেখানে আপনি স্কিন কেয়ার বা লাইফ স্টাইল নিয়ে লেখালেখি করেন।

এই লেখাটি যদি আপনি ঠিকঠাকভাবে এসইও এর মাধ্যমে google-এর প্রথম পেইজে নিয়ে আসতে পারেন আর যদি কেউ গুগোলে লাইফস্টাইল বা স্কিন কেয়ার লিখে সার্চ দেই তাহলে প্রথমে আপনার লেখাটি পাবে আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় 99 % মানুষই প্রথম লেখাটি পড়ে।

এসইও শিখতে কি কি লাগে

বর্তমানে অনেকেই এসইও এর কাজ শুরু করতে চাচ্ছেন। তারা অনেকেই জানতে চাই এসইও শিখতে কি কি লাগে ও কোন বিষয় শিখতে হয় ও SEO করে কত টাকা আয় করা যায়। প্রথমেই বলি এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটি অনলাইন ভিত্তিক কাজ। এর জন্য আপনার একটি কম্পিউটার বা ল্যাপটপ ও সেই সাথে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।  
এসইও শিখতে কি কি লাগে
এসইও এর বিভিন্ন ধরনের টুলস এর ব্যবহার জানতে হবে। সম্পর্কে খুঁটিনাটি যেসব বিষয়গুলো আছে সেই সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে। আর সবচেয়ে যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে প্রচুর পরিমাণে চেষ্টা ও ধৈর্য।

SEO করে কত টাকা আয় করা যায়

SEO করে কত টাকা আয় করা যায় এই চিন্তা ভাবনা বাদ দিয়ে আগে চিন্তা করুন SEO কিভাবে শেখা যায়। বর্তমানে এসইও এর চাহিদা বাড়ার পাশাপাশি তরুণদের এসইও শেখার প্রতি আগ্রহ বেড়েই চলেছে। এসইও কোন সহজ বিষয় নয়। এটি অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার অনেক ধৈর্য নিয়ে শিখতে হয়। এসইও করে কত টাকা আয় করা যায় এর কোন নির্ভরযোগ্যতা নেই। এটা আপনার দক্ষতার উপর নির্ভর করে। আপনি যদি একজন দক্ষ ও এক্সপার্ট হতে পারেন তাহলে অনায়াসে এক থেকে দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন।

সার্চ ইঞ্জিন এবং সার্চ ইঞ্জিনের প্রক্রিয়া (Search Engine)

SEO করে কত টাকা আয় করা যায় সে সম্পর্কে তো বিস্তারিত জেনেছেন তাহলে চলুন সার্চ ইঞ্জিন বা সার্চ ইঞ্জিন প্রক্রিয়া কি সেই সম্পর্কে একটু জানি। ইন্টারনেট হলো তথ্যের বিশাল একটা ভান্ডার। এই বিশাল ভান্ডারে যেকোনো তথ্য খুঁজে বের করা বেশ কঠিন। তবে এই বিশাল ভান্ডারে কিছু সহকারি রয়েছে যারা আপনার কাজগুলোকে সহজ করে দেয়। তাদেরকে আমরা বলে থাকি সার্চ ইঞ্জিন যেমনঃ গুগল, ইয়াহু, বিং ইত্যাদি। সার্চ ইঞ্জিন এবং সার্চ ইঞ্জিনের প্রক্রিয়া কি হলো একটি কম্পিউটার প্রোগ্রাম যা ইন্টারনেটে বিশাল তথ্যের ভান্ডার থেকে আপনার যেকোনো প্রশ্নের উত্তর বা তথ্য বের করে দেয়।

সহজ ভাষায় যদি বলি ধরুন আপনি ইন্টারনেটে কোন একটা বিষয় লিখে সার্চ করলেন ওই সার্চ করা বিষয়ের উপর ভিত্তি করে তথ্য নিয়ে আসে। মূলত এটি ডিজিটাল অনুসন্ধান সিস্টেম যা হাজার কোটি অনলাইন ডকুমেন্ট থেকে ব্যবহারকারীর প্রশ্ন ও চাহিদা অনুযায়ী সঠিক ফলাফল দিয়ে থাকে।

কিওয়ার্ড রিসার্চ (keyword Research)

SEO করে কত টাকা আয় করা যায় এর আগে জানতে হবে কিওয়ার্ড রিসার্চ কি? আপনি যদি একজন সফল আর্টিকেল রাইটার হতে চান তাহলে অবশ্যই আপনাকে কিওয়ার্ড রিসার্চ (keyword Research) জানতে হবে। আপনার আর্টিকেলে ভিজিটরস পেতে, আপনাকে দুইটা বিষয়ের উপর মনোযোগ দিতে হবে, কিওয়ার্ড রিসার্চ (keyword Research) করে উচ্চমানের কিওয়ার্ড লিখতে হবে। তাহলে আপনার আর্টিকেল রাঙ্ক করার জন্য এসইও এর বেশি কিছু করা দরকার নেই।

কিওয়ার্ড রিসার্চ (keyword Research) হল একটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অনুশীলন যা বিকল্প সার্চ গুলো খুঁজতে ব্যবহৃত হয়। কিবর্ড রিসার্চ ছিল এমন একটি প্রক্রিয়ার যার মাধ্যমে আমরা লাভজনক কিওয়ার্ড খুঁজে পাই। কোন বিষয়ে লোক বেশি অনুসন্ধান করছে সেই কিওয়ার্ডগুলোর প্রতিযোগিতা কতটা রয়েছে সেগুলো জানতে পারি।

অন পেজ এসইও (on page SEO)

অন পেজ এসইও (on page SEO) ও অফ পেজ এসইও (On page SEO) হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রধান দুটি রূপ। অন পেজ এসইও (on page SEO) হলো ওয়েবসাইটের কনটেন্ট এবং কোডের সাথে সম্পর্কিত কার্যক্রম। আপনার ওয়েবসাইটের বিষয়বস্তু, মেটাডাটা, শিরোনাম কোড ও URL ইত্যাদি অপটিমাইজ করাই ওয়ান পেজের মূল কাজ। সুতরাং আপনার ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন র্যাংকিং করতে ও উপযুক্ত ভিজিটরস আনতে এর অনেক ভূমিকা রয়েছে।

অফ পেজ এসইও (On page SEO)

অফ পেজ এসইও (On page SEO) হল আপনার ওয়েবসাইটের বাইরের কার্যক্রম। প্রতিনিয়ত অনেক ওয়েবসাইট তৈরি হচ্ছে। আর তাদের থেকে আপনার ওয়েবসাইটকে আলাদা করে তুলতে হলে আপনাকে স্মার্ট কাজ করতে হবে।

টেকনিক্যাল এসইও (Technical SEO)

এসইও কি আমরা সবাই ভালো করেই জানি। অধিকাংশ সময় আমরা অফ পেজ এসইও এবং অন পেজ এসইও করে থাকি। এছাড়াও টেকনিক্যাল এসইও বলে যে একটা বিষয় আছে সেটা আমরা ভুলে যাই। একটি ওয়েবসাইট কে র‌্যাংক করার জন্য অফ পেজ এসইও এবং অন পেজ এসইও পাশাপাশি টেকনিক্যাল এসইও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

টেকনিক্যাল এসইও হল মূলত আপনার ওয়েবসাইটের পিছনের দিকে কাজ করার প্রক্রিয়া। এটি আপনার ওয়েবসাইটের কাঠামো কোড ও অন্যান্য কারিগরি উপাদান গুলোকে পরিচালিত করে। সার্চ ইঞ্জিন গুলো যেমনঃ গুগল, বিং, ইয়াহু আপনার ওয়েবসাইটের কন্টেন্টকে সহজে বুঝতে পারে এবং সার্চ রেজাল্ট দেখাতে পারে।

এসইও টুলস এর ব্যবহার

যে কোন ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করার জন্য এসইও এর কোন বিকল্প নেই। এসইও করতে গেলে এর কিছু টুলস এর ব্যবহার করতে হয়। চলুন এসিও টুলস এর ব্যবহার জেনে নেই।

  • গুগল অ্যানালিটিক্সঃ এটি গুগল দ্বারা সরবরাহ করা একটি বিনামূল্যে টুল যা ওয়েবসাইটে ভিজিটর সরবরাহ করে।
  • গুগল সার্চ কনসোলঃ এটি আপনার ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও গুগল সার্চ ইনডেক্সিং প্রক্রিয়াগুলো মনিটরিং করার জন্য বিনামূল্যের একটি টুল।
  • বিকল্প টেক্সটঃ এটি বিনামূল্যের কনটেন্ট লিখার জন্য ব্যবহার করা হয়।

SEO শিখে কিভাবে আয় করুন

এসইও অনেক ধৈর্য ও সময় সাপেক্ষ একটা ব্যাপার। এটি শিখতে অনেক ধৈর্য ও পরিশ্রমী হতে হয়। SEO করে কত টাকা আয় করা যায় সেটা তো জেনেছেন তাহলে চলুন SEO শিখে কিভাবে আয় করবেন জেনে নেই।

  • গুগল এডসেন্সঃ লেখালেখি যদি আপনার অভ্যাস হয়ে থাকে। এই লেখালেখির অভ্যাসকে কাজে লাগিয়ে আপনি আয় করতে পারেন। তাহলে আর দেরি না করে একটি ওয়েবসাইট বা ব্লক তৈরি করে আপনিও আয় করতে পারেন লেখা লেখির মাধ্যমে। ঠিকঠাক মতো কিওয়ার্ড রিসার্চ করে আপনি আপনার ওয়েবসাইট কে টপে আনতে পারলে প্রতিদিন অনলাইনে এসে প্রচুর ট্রাফিক পাওয়া যায়। এরপর সেখানে জুড়ে দিতে পারেন "গুগল এডসেন্স" যার মাধ্যমে আপনি আপনার লাইফ পরিবর্তন করতে পারেন।
  • অ্যাফিলিয়েট মার্কেটিংঃ বর্তমানে অনলাইনেই বেশিরভাগ মানুষ কেনাকাটা করতে পছন্দ করে। সহজ ভাষায় বলতে গেলে, অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে আপনার নিজের ওয়েবসাইটে অন্যের পণ্য প্রমোট বা বিক্রি করা কে বোঝায়। যদি এসইও এর সঠিক ব্যবহার করে সঠিক কিওয়ার্ড google এর প্রথমে নিয়ে আসতে পারেন তাহলেই হইছে। বর্তমানে অ্যাফিলিয়েট মার্কেটিং টা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। একটু ধৈর্য পরিশ্রম নিয়ে কাজ করলে লং টাইম আয় করার সুযোগ তৈরি করা যায়।
  • লোকাল মার্কেটিংঃ একটা বিষয় মনে রাখবেন, শুধু ইন্টারন্যাশনাল নয়, লোকাল মার্কেটেও এসইও এর কাজের প্রচুর চাহিদা রয়েছে। আপনি লোকালে বিভিন্ন প্রতিষ্ঠান বা মালিকদের কাছ থেকে কাজ নিয়েও করতে পারেন। এর ফলে আপনার দিনে দিনে মার্কেট এর চাহিদা বাড়তেও থাকবে। প্রচুর পরিমাণে আয় করতে পারবেন। এর জন্য আপনি ফেসবুকে বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে সেগুলোতে চোখ রাখতে পারেন।

এসইও কেরিয়ার এবং এসইও এর ভবিষ্যৎ

SEO করে কত টাকা আয় করা যায় সে সম্পর্কে তো বিস্তারিত জেনেছেন তাহলে চলুন জেনে নেয় এসইও কেরিয়ার এবং এসইও এর ভবিষ্যৎ কেমন হবে। এমন অনেকেই আছেন যারা অনলাইনে ক্যারিয়ার গড়তে চাচ্ছে না। কিন্তু কোন ধরনের স্কেল শিখবেন সেটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে আছেন। তাদেরকে আমি বলব আপনি এসইও এর স্কিল টা শিখতে পারেন।  
এসইও কেরিয়ার এবং এসইও এর ভবিষ্যৎ
কেননা সময়ের সাথে সাথে এই কাজের ডিমান্ড ও চাহিদা বেড়েই চলেছে। এইখান থেকে আপনি বিভিন্ন উপায়ে আয় করতে পারবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি তুলনামূলক সম্ভাবনাময় একটি প্ল্যাটফর্ম। সুতরাং আমরা বলতেই পারি এসইও কেরিয়ার এবং এসইও এর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।

কোন ধরনের SEO বেআইনি

SEO করে কত টাকা আয় করা যায়, এসইও শিখতে কি কি ও কতদিন লাগে এর ভবিষ্যৎ কেমন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জেনেছেন। এসইও এর বিভিন্ন প্রকারভেদ ও জেনেছেন। এছাড়াও এমন কিছু এসইও রয়েছে যেগুলো অবৈধ ও বেআইনি। চলুন জেনে নেই কোন ধরনের SEO বেআইনি।

  • ব্ল্যাক হ্যাট এসইওঃ সার্চ ইঞ্জিনের গাইড লাইন না মেনে যেকোন ওয়েবসাইটকে দ্রুত র‍্যাংক করানোর জন্য যে কৌশল অবলম্বন করা হয় ব্ল্যাক হ্যাট এসইও বলে। এর মাধ্যমে ওয়েবসাইট দ্রুত র‍্যাংক করে। অনেক ভিজিটর ও পাওয়া যায়। বিভিন্ন ধরনের আর্টিকেল কপি করে লিখা হয়। অপ্রাসঙ্গীক কি ওর দ্বারা ওয়েবসাইটকে র‍্যাংক করানো হয়। যারা স্বল্প সময়ের জন্য ব্যবসা বা অন্য কোন উদ্দেশ্যে ওয়েবসাইট ক্রিয়েট করে থাকেন তারাই এই ধরনের এসইও এর কাজ করে।
  • হোয়াইট হ্যাট এসইওঃ হোয়াইট হ্যাট এসইও হচ্ছে একটি জনপ্রিয় এসইও। এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটকে দ্রুত র‍্যাংক করতে পারবেন। কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হবে না।
  • গ্রে হ্যাট এসইওঃ সার্চ ইঞ্জিনের নিয়ম ও নীতি না মেনে যে এসইও করা হয় তাকে গ্রে হ্যাট এসইও বলে। এর ফলে অনেক সময় গুগল সেই ওয়েবসাইট কে ব্লক করে দেয়।

শেষ মন্তব্যঃ SEO করে কত টাকা আয় করা যায়

SEO (Search Engine Optimization) করে আয় করার পরিমাণ অনেক কিছুতে নির্ভর করে, যেমন আপনার দক্ষতা, কাজের পরিমাণ, এবং ক্লায়েন্টের প্রয়োজনীয়তা। ফ্রিল্যান্স কাজের মাধ্যমে আপনি মাসে ২০,০০০ থেকে ১,০০,০০০ টাকা বা তারও বেশি আয় করতে পারেন। তবে, নির্দিষ্ট আয় আপনার অভিজ্ঞতা এবং পোর্টফোলিওর উপর নির্ভরশীল। SEO এর মাধ্যমে ভালো আয় করতে হলে, নিয়মিত শিক্ষালাভ এবং কাজের গুণমান বজায় রাখতে হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অভিষেক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url