বাঘ সম্পর্কে অজানা তথ্য জেনে নিন

আজকে আপনাদের বাঘ সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো। আজকের আর্টিকেলটি যদি পরেন তাহলে আপনি বাঘ সম্পর্কে কিছু অজানা জেনে নিতে পারবেন।
এটা পরার পর আপনি বাঘ সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন যা আপনার উপকারে আসবে বলে আমি মনে করি। তাই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন।

 ভুমিকা 

বাঘ হলো এক ধরনের শিকারি প্রাণী। কম বেশি সবাই তাকে ভয় করে। বাঘ হলো বিড়াল জাতের অন্তর্ভুক্ত একটি স্তন্যপায়ী প্রাণী। এটি বিড়াল জাতের মধ্যে সবচেয়ে বড় প্রাণী। বাঘ বাংলাদেশ সহ আর ৭ টি দেশ এর জাতীয় প্রাণী। এশিয়ার অনেক জায়গায় একে দেখা জায়। অনেক বিশেসজ্ঞদের মতে বাঘ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় প্রাণী। 

বাঘ এর স্বভাব

বাঘেরা সাধারণত একা থাকতে পছন্দ করে। অনেক বাঘ শরীর ঠাণ্ডা রাখার জন্য জলে নেমে থাকতে পছন্দ করে।  বাঘ একা একা শিকার করতে পছন্দ করে। তারা মুলত তাদের শিকার কার সাথে শেয়ার করতে পছন্দ করে না। বাঘের বাচ্ছারা ২ বছর তাদের মায়ের সাথে থাকতে পারে। বাঘ এরা মূলত কারো সাথে চলাফেরা করতে পছন্দ করে না। তারা সবসময় একাই শিকার করে।

বাঘের খাদ্যাভাস

বাঘ সাধারণত মাংসাশী প্রাণী। বাঘ বিভিন্ন প্রশু-প্রাণী শিকার করে খায়। বাঘ বিভিন্ন গৃহপালিত প্রাণী যেমনঃ গরু,ছাগল,কুকুর ইত্যাদি ও বন্য প্রাণী যেমনঃবুনো শুকুর,চিত্রা হরিণ, সম্বর হরিণ, মহিষ, গৌড়,এদের শিকার করে খায়।বাঘ এর খিদে পেলে চিতাবাঘ,কুমির, ভাল্লুক বা অজগরকেও ছাড়েনা। বাঘ হাতিও গণ্ডারের  বাচ্চার উপরো বাঘ হামলা করে। বাঘ ঝোপে-ঝাড়ে লুকিয়ে থেকে আচমকাই শিকারের উপর হামলা করে। কিছু কিছু বাঘ থেকে থেকে নরখাদক হয়ে ওঠে। 

বাঘ এর শিকার

বাঘ হল শিকারি প্রাণী। বাঘ দিনে ও রাতে দুই সময় শিকার করে। তবেঁ তারা রাতে শিকার করতে বেশী পছন্দ করে। বড় প্রাণী শিকারের সময় বাঘ শ্বাসনালি কামড়ে ধরে এবং সম্মুখপেশীর সাহায্যে শিকারকে আঁকড়ে ধরে মাটিতে আছড়ে ফেলে। তারা শিকারকে ধাওয়া করে।  শিকারের দমবন্ধ করার  গলা আঁকড়ে ধরেই থাকে। এদের গতিবেগ ৫০-৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হয়, তবে এ গতিবেগ খুব অল্প সময়ের জন্য। 

দৈনিক খাদ্য চাহিদা

বাঘ এর জীবনযাপনের জন্য প্রতিদিন অনেক মাংসা প্রয়োজন। তারা প্রতিদিন শিকার করে অনেক  মাংসা খাই। তাদের প্রতিদিন ৫-১৫ কেজি  মাংসা খাই। তবে অনেক বাঘ দিনে ৩০ কেজি  মাংসা খেতে পারে।

বাঘের আকার

বাঘ বিড়াল প্রজাতির সবচেয়ে বড় প্রাণী। এরা আকারে অনেক বড় হয়। বাঘ সর্বোচ্চ লম্বায় ৩.৩ মিটার (১১ ফিট) এবং ওজনে ৩০০ কিলোগ্রাম (৬৬০পাউন্ড) পর্যন্ত হয়। এর উপরে শুধু কয়েকটি বাঘই হয়েছে। তবে পুরুষ বেঙ্গল টাইগার গড়ে ১৬০-২৮৯ কিলোগ্রাম ওজনের হয়, আর স্ত্রী বাঘিনী গড়ে ৯১-১৬২ কিলোগ্রাম ওজনের হয়। বাঘদের ওজন-আকার এসব এর উপপ্রজাতি ভেদে ভিন্ন হয়।

বাঘের বিভিন্ন প্রজাতি

বাঘ এর মধ্যে বিভিন্ন প্রজাতি রয়েছে। যেমনঃ
  • বাংলা বাঘ 
  • ইন্দোচীন বাঘ
  • তরুণ ইন্দোচীন বাঘ
  • মালয় বাঘ
  • সুমাত্রীয় বাঘ
  • .সাইবেরীয় বাঘ
  • সাইবেরীয় বাঘ
  • দক্ষিণচীন বাঘ           

বাংলাদেশি বাঘ 

বাংলাদেশের শুধু সুন্দরবন এ বাঘ দেখতে পাওয়া যায়। সুন্দরবন এ আগে অনেক বাঘ থাকলেও এখন বিলুপ্ত প্রায়। দিন দিন সংখ্যা কমেই চলেছে। সুন্দরবন অঞ্চলে বাঘ সংরক্ষণের চেষ্টা চলছে। তবে তার পরও ক্রমেই সুন্দরবন এ বাঘের সংখ্যা কমে যাচ্ছে।২০১৫ সালের ২৯ শে জুলাইএক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের সুন্দরবন অংশে বাঘ আছে মাত্র ১০৬টি। তাছাড়া দেশ এর বিভিন্ন চিড়িয়াখানাই এদের সংরক্ষণ এর চেষ্টা চলছে।  

বাঘ এর সংরক্ষণ এর গুরুত্ব  

বাঘ সংররক্ষণে বিশ্বের বিভিন্ন সংস্থা কাজ করে জাচ্ছে। বাঘ তার শিকারের মধ্যে দিয়ে বনের ভারসাম্য 
ঠিক রাখে। বাঘ সংররক্ষণে প্রত্যেক বাঘ রক্ষ্ণ বিভাগকে খুব জুরিরই পদক্ষেপ নিতে হবে। তা না হলে বনের ভারসাম্য রক্ষা করা যাবে না।

লেখকের মন্তব্য 

তাই বলা যায় বাঘের অস্তিত রক্ষাই বাঘের অন্যতম প্রধান হুমকি চোরা শিকারিদেরকে আইন এর আওতাই আনতে হবে। যেসব যায়গায় বাঘ থাকে সেইসব যায়গাই কনো বন নষ্ট এমন কনো কাজ করা যাবে না। এখনি আমাদের সবাইকে বাঘ অস্তিত টিকিয়ে রাখতে কাজ করতে হবে। 

আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুুুুদের সাথে শেয়ার করবেন। 




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অভিষেক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url